বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ০৯:০৯:৫৩

কোন দিকে এগোচ্ছে নিম্নচাপটি? যা জানা গেল

কোন দিকে এগোচ্ছে নিম্নচাপটি? যা জানা গেল

এমটিনিউজ২৪ ডেস্ক : দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এবং এর আশেপাশে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে নিম্নচাপ আকারে রূপ নিয়েছে। এটি বর্তমানে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় রয়েছে।

আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগিয়ে গিয়ে উত্তর তামিল নাডু ও দক্ষিণ অন্ধ্র প্রদেশের উপকূল অতিক্রম করতে পারে।

বুধবার (১৬ অক্টোবর) রাতে প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়ার সাথে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

পরবর্তী ৪৮ ঘণ্টায় রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রংপুর, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় দমকা হাওয়ার সাথে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পাবে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

এছাড়া, আগামী ৫ দিনে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা কমার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

নিম্নচাপের কারণে দেশের চারটি সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি, মাছ ধরার ট্রলার এবং ছোট নৌযানগুলোকে উপকূলের কাছে চলাচল থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে