এমটিনিউজ২৪ ডেস্ক : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মতিয়া চৌধুরীর প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। জানাজার সময় সমবেতদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়, শেখ হাসিনার সরকার, বার বার দরকার’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।
আজ বৃহস্পতিবার রমনা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে তার বাসভবনে সামনে তার প্রথম জানাজা সম্পন্ন হয়।
এর আগে মতিয়া চৌধুরীর মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স তার বাসায় পৌঁছালে বন্ধুবান্ধব, পরিবার ও অনুসারীরা তাকে শেষ বিদায় জানায়।
মতিয়া চৌধুরীর ভাই মাসুদুল ইসলাম চৌধুরী জানান, সিটি করপোরেশনের কাছে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফনের জন্য নতুন কবর চাওয়া হয়েছে। যদি পাওয়া যায় তাহলে সেখানে দাফন করা হবে; অন্যথায় স্বামী বজলুর রহমানের কবরে তাকে দাফন করা হবে।
গতকাল বুধবার রাজধানী এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮২ বছর বয়সে মারা যান সাবেক মন্ত্রী মতিয়া চৌধুরী।