এমটিনিউজ২৪ ডেস্ক : বিয়ে করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। শুক্রবার (১৮ অক্টোবর) রাজধানীর ধানমন্ডিতে এক ঘরোয়া অনুষ্ঠানে বিয়ের আয়োজন সম্পন্ন হয়েছে।
পাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। পাত্রীর বাবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও মা একটি ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষিকা। তবে, বিয়ের বিষয়ে বিস্তারিত জানাননি তার ঘনিষ্ঠ জনরা।
প্রসঙ্গত, মাহফুজ আলম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্র। ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়। এ সরকারে উপদেষ্টা হিসেবে আছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তারা দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
গত ২৮ আগস্ট মো. মাহফুজ আলমকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়। সচিব পদমর্যাদায় তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।