এমটিনিউজ২৪ ডেস্ক : বায়তুল মোকাররমের খতিব হয়েছেন দেশের ইসলামী আইন বিশেষজ্ঞ ও হাদিস বিশারদ মুফতি আবদুল মালেক। জাতীয় মসজিদের নতুন ইমামকে অভিনন্দন জানিয়েছেন জনপ্রিয় ইসলামী আলোচক ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।
শুক্রবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বায়তুল মোকাররমের খতিবকে নিয়ে তিনি একটি পোস্ট করেছেন। মাওলানা আবদুল মালেক সব মুসলিমের জাতীয় অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।
পোস্টে শায়খ আহমাদুল্লাহ লিখেছেন, ‘জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব নিযুক্ত হয়েছেন দেশের বিশিষ্ট আলেম মাওলানা আবদুল মালেক হাফিজাহুল্লাহ। অভিনন্দন তাকে। তিনি হাদিস-শাস্ত্রের পণ্ডিত এবং অত্যন্ত বিনয়ী একজন মানুষ।
তিনি আরও লেখেন, ‘মহান আল্লাহ তাকে ইসলাম ও মুসলিম উম্মাহর কল্যাণে বলিষ্ঠ ভূমিকা রাখার এবং দল-মত-গোষ্ঠী নির্বিশেষে সব মুসলিমের জাতীয় অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করার তাওফিক দান করুন।’
গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সরকারের উচ্চ পর্যায় থেকে তাকে খতিব নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। পরে শুক্রবার (১৮ অক্টোবর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মাওলানা আবদুল মালেক দেশ-বিদেশের প্রসিদ্ধ শিক্ষাপ্রতিষ্ঠানে ইসলামিক স্টাডিজ, হাদিস ও ফিকহের ওপর উচ্চতর ডিগ্রি অর্জনকারী একজন প্রসিদ্ধ আলেম।