নিউজ ডেস্ক : সোনালী ব্যাংকে ডাকাতির চেষ্টাকালে র্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে এক ডাকাত সদস্য নিহত হয়েছেন। নিহতের নাম মাসুদ (৩১)। এ ঘটনায় বিদেশি অস্ত্রসহ ডাকাত দলের ৫ সদস্যকে আটক করেছে র্যাব। আটককৃতরা হলেন, সবুজ (৪৫), রিয়াজুল (৩৩), বাদশা মিয়া (৩৫), শিলা (২৫) ও রুমানা (৩০)।
সাভারের ধামরাই বাজারে এই ঘটনা ঘটে বলে শুক্রবার সকালে নিশ্চিত করেছেন র্যাব-৪ এর অধিনায়ক (সিও) খন্দকার লুৎফর কবির। তিনি জানান, বৃহস্পতিবার রাত ৩ টা ৫০ মিনিট থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত সাভারের ধামরাই বাজারে অভিযান চালায় র্যাবের একটি দল।
এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে তাদের ওপর গুলি চালায় ডাকাত দলের সদস্যরা। পরে র্যাব গুলি চালালে ডাকাত দলের সদস্য মাসুদ গুরুতর আহত হয় এবং অন্য সদস্যদের আটক করা হয়। পরে আহত মাসুদকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
১৯ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস