এমটিনিউজ২৪ ডেস্ক : আসছে ২০২৫ সালের মধ্যে আগামী জাতীয় নির্বাচন আয়োজন করা হতে পারে বলে গতকাল জানিয়েছিলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেছিলেন, ‘সার্চ কমিটির মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠনসহ নির্বাচনপূর্ব প্রস্তুতি সম্পন্ন করে আগামী বছরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করা হতে পারে।’
গত বৃহস্পতিবার রাতে বেসরকারি টিভি চ্যানেল আইয়ের ‘আজকের পত্রিকা’ অনুষ্ঠানে দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর সঙ্গে আলোচনার এক পর্যায়ে নির্বাচনের সময় জানতে চাওয়া হলে আইন উপদেষ্টা এ মন্তব্য করেন। তবে এ মন্তব্য নিয়ে নানারকম সমালোচনা হচ্ছে। কেও কেও এটাকে নির্বাচনের ঘোষণা হিসাবে দেখানোর চেষ্টা করছেন।
এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন আইন উপদেষ্টা নিজেই। ফেসবুক পোস্টের মাধ্যমে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন ড. আসিফ নজরুল। তিনি বলেন, ‘সম্প্রতি একটি টিভি আলোচনায় আমি বলেছি নির্বাচন হয়তো আগামী বছরের মধ্যে সম্ভব হতে পারে, তবে এক্ষেত্রে অনেকগুলো ফ্যাক্টর রয়েছে।
সেখানে এসব ফ্যাক্টর পুরোপুরি ব্যাখা করার সুযোগ পাইনি। কিন্তু আমাদের সরকারের কথা থেকে সবাই বুঝবেন যে নির্বাচনের জন্য সংস্কার ও রাজনৈতিক সমঝোতার কথা বলা হয়। এগুলোই সেই ফ্যাক্টর।
সংস্কারের কথা আমিও অনুষ্ঠানে বলেছি।
আরো কিছু ফ্যাক্টর আমি অনুষ্ঠানটিতে ব্যাখা করেছি, যেমন, সার্চ কমিটি ও নির্বাচন কমিশন গঠন, ভোটার তালিকা প্রনয়ণ ইত্যাদি। এসব ফ্যাক্টর ঠিক থাকলে নির্বাচন হয়তো হতে পারে আগামী বছর। বলেছি এটাও আমার প্রাথমিক অনুমান।
এই শর্তভিত্তিক ধারনা ও অনুমানকে কিছু গনমাধ্যম নির্বাচনের ঘোষণা হিসেবে দেখাচ্ছেন। বিনয়ের সাথে বলছি, এটা সঠিক নয়।
নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ পলিসি ডিসিশন। এর সময় সরকারের প্রধান উপদেষ্টার নেতৃত্বে ঠিক হবে। তিনিই একমাত্র এটা ঘোষণার এখতিয়ার রাখেন।’