শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪, ১১:৩০:৫০

এবার টানা ৫ দিন বৃষ্টিপাত?

এবার টানা ৫ দিন বৃষ্টিপাত?

এমটিনিউজ২৪ ডেস্ক : বঙ্গোপসাগরে আগামী মঙ্গলবারের মধ্যে লঘুচাপ তৈরি হতে পারে। শনিবার (১৯ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী পাঁচ দিনই টানা বৃষ্টিপাতের প্রবণতা থাকবে।

আবহাওয়া অধিদপ্তর বলেছে, শনিবার দেশের আট বিভাগেই কম-বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পরবর্তী দু’দিন আবহাওয়া শুষ্ক থাকবে। এ ছাড়া দিনের তাপমাত্রা কিছুটা বাড়বে।

গত ২৪ ঘণ্টায় ফেনীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল। সর্বনিম্ন ২১ দশমিক ৫ ডিগ্রি ছিল ডিমলাতে। এছাড়া সবচেয়ে বেশি ১১৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে যশোরে।

প্রসঙ্গত, চলতি অক্টোবর মাসের শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। এর মধ্যে গত বুধবার থেকেই সাগরে একটি লঘুচাপ নিম্নচাপে পরিণত হয়। এর প্রভাব বেশি পড়ে ভারতের তামিলনাড়ু উপকূলে। তবে এর প্রভাব বাংলাদেশেও পড়ে। গত বৃহস্পতিবার থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে