রবিবার, ২০ অক্টোবর, ২০২৪, ০৬:১০:১১

ভারতীয় ভিসা প্রক্রিয়া এখনও স্বাভাবিক না হওয়ার আসল কারণ জানালেন দেশটি হাইকমিশনার

ভারতীয় ভিসা প্রক্রিয়া এখনও স্বাভাবিক না হওয়ার আসল কারণ জানালেন দেশটি হাইকমিশনার

এমটিনিউজ২৪ ডেস্ক : ভারতে ভ্রমণ ভিসা দেওয়ার প্রক্রিয়া এখনই স্বাভাবিক হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।

কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন, লোকবল এখনো কম থাকায় বাংলাদেশিদের জন্য এখনই স্বাভাবিক হচ্ছে না ভারতের ভ্রমণ ভিসা।

আজ রবিবার পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান ভারতীয় হাইকমিশনার।

তিনি বলেন, চিকিৎসা ও শিক্ষাকাজে জরুরি ভিসা সীমিতভাবে চালু আছে। এখনই ভারতে ভ্রমণ ভিসা দেওয়ার প্রক্রিয়া স্বাভাবিক হচ্ছে না।

এ ছাড়া বৈঠকে শেখ হাসিনা ইস্যুতে কোনো আলোচনা হয়েছে কি- না জানতে চাইলে প্রণয় ভার্মা বলেন, এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো আলোচনা হয়নি। কীভাবে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক আরো এগিয়ে নেওয়া যায়। আমরা মূলত আলোচনা করেছি কীভাবে কাজগুলো এগিয়ে নিতে পারি।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অস্থিতিশীল পরিস্থিতির কথা উল্লেখ করে বাংলাদেশে দেশটির ভিসা আবেদন কেন্দ্রগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। আড়াই মাস ধরে বাংলাদেশি নাগরিকদের ভ্রমণ ভিসা দেওয়া বন্ধ রেখেছে ভারত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে