এমটিনিউজ২৪ ডেস্ক : আট বছর ধরে বৌদ্ধ সন্ন্যাসী সেজে ভারতের বিভিন্ন জায়গায় কাটিয়েছেন। অবশেষে বিহার রাজ্যে গয়া বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলেন। গ্রেপ্তারকৃত প্রবীণ একজন বাংলাদেশি নাগরিক। ভারতীয় গণমাধ্যম থেকে রবিবার এ তথ্য জানা গেছে।
পুলিশের দেওয়া তথ্য অনুসারে, গ্রেপ্তার ব্যক্তির নাম বাবু জো বড়ুয়া ওরফে রাজিব দত্ত। বাংলাদেশের বাসিন্দা এই প্রবীণ ছদ্মবেশে দীর্ঘ সময় বিহারের গয়ায় একটি মঠে বাস করেছেন।
গ্রেপ্তার হতে পারেন—বিভিন্ন সূত্রে এমন খবর পেয়ে তাড়াহুড়া করে ভারত ছাড়তে চেয়েছিলেন এই বাবু। শুক্রবার থাইল্যান্ড যাওয়ার জন্য গয়া বিমানবন্দরে যান।