এমটিনিউজ২৪ ডেস্ক : ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের একাধিক প্রভাবশালী মন্ত্রী-এমপির দুর্নীতির খবর একের পর এক গণমাধ্যমে ফলাও করে প্রচার হচ্ছে।
এদের মধ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীকে নিয়ে বেশি আলোচনা হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাতে তার বিদেশে বিপুল পরিমাণ সম্পদ নিয়ে সংবাদ প্রকাশের পর দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এরপর তিনি কোথায়, কীভাবে ছিলেন তা স্পষ্ট না হলেও কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যমটি তার সন্ধান পেয়েছে।
অনুসন্ধানী সাংবাদিক জুলকারনায়েন সায়ের তার ফেরিভায়েড ফেসবুক আইডিতে দাবি করেছেন, সাইফুজ্জামান চৌধুরীকে লন্ডন শহরে ক্যাপ মাথায় দিয়ে লুকিয়ে ঘুরে বেড়াতে দেখা গেছে।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, আল জাজিরাতে মিনিস্টার্স মিলিয়ন্স প্রচারের পর আমরা আরও একটি নতুন অনুসন্ধান করি, যেখানে সাইফুজ্জামান চৌধুরী এবং তার স্ত্রীর দুবাইতে ৩০০টির বেশি সম্পত্তি পাওয়া গেছে।
এদিকে আল জাজিরার আই ইউনিটের ফেসবুক পেজেও সাইফুজ্জামান চৌধুরীকে নিয়ে করা রিপোর্টে এ বিষয়ে তথ্য দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী ও শেখ হাসিনার ঘনিষ্ঠ এই নেতার অর্থ পাচার ও দুর্নীতির অভিযোগ তদন্ত করা হচ্ছে। তাকে দেশ ছাড়তে নিষেধ করেছে আদালত। কিন্তু তিনি দেশে নেই, আমরা তাকে খুঁজে পেয়েছি।
ভিডিওতে দেখা যায়, হালকা সবুজ রঙের একটি ফুলহাতার টি শার্ট, মাথায় ক্যাপ পরে বীরদর্পে হাঁটছেন সাইফুজ্জামান। হাঁটতে হাঁটতে তিনি দোকানে ঢুকছেন। সেখান থেকে বের হয়ে বসে বসে সিগারেট ফুঁকতে দেখা গেছে।