মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ০৬:২৭:০৯

‘বলেছিলাম না লন্ডন শহরে চোরেরা ক্যাপ পরে ঘুরে বেড়াচ্ছে? এই যে দেখুন বিশাল বপু সেই চোরকে'

 ‘বলেছিলাম না লন্ডন শহরে চোরেরা ক্যাপ পরে ঘুরে বেড়াচ্ছে? এই যে দেখুন বিশাল বপু সেই চোরকে'

এমটিনিউজ২৪ ডেস্ক : সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমিলা জামানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিলেও যুক্তরাজ্যের লন্ডনে ঘুরে বেড়াচ্ছেন তিনি। সেখানে ১ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের (প্রায় ১৬৮ কোটি টাকা) বাড়িতে বসবাস করছেন তিনি।

আলজাজিরার ইনভেস্টিগেশন ইউনিটের (আই-ইউনিট) অনুসন্ধানী প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। মঙ্গলবার (২২ অক্টোবর) আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি স্ট্যাটাসটি দেন।

স্ট্যাটাসটিতে তিনি লেখেন- ‘বলেছিলাম না লন্ডন শহরে চোরেরা ক্যাপ পরে ঘুরে বেড়াচ্ছে? এই যে দেখুন বিশাল বপু সেই চোরকে। আমরা যে তাকে অনুসরণ করছিলাম সেটা তিনি মোটেও বুঝতে পারেননি। সম্প্রতি জনাব চোরের দুবাইতে ৩০০টিরও বেশি বাড়ির খোঁজ পেয়েছি আমরা। যা আজ আলজাজিরা আই-ইউনিটের এক নতুন প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। এর আগের প্রতিবেদনে আমরা তার লন্ডনের ৩৬০টি বাড়ি, দুবাইর ৫৪টি ও যুক্তরাষ্ট্রের ৯টি সম্পত্তির বিস্তারিত তুলে ধরেছিলাম।’

‘আজ প্রকাশিত প্রতিবেদন এবং আগেরটি মিলিয়ে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী রুখমিলা জামান এবং তার সন্তানদের মোট ৭২৩টি বাড়ির দালিলিক প্রমাণ বের করতে আমরা সক্ষম হয়েছি। আর এসবের মোট মূল্য ছাড়িয়েছ ৮৫০ মিলিয়ন মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় ১০ হাজার কোটি টাকারও বেশি।’

‘আমরা যখন গত সপ্তাহে সাইফুজ্জামানকে অনুসরণ করছিলাম তখন তিনি একটি স্যালুনে চুল কাটানোর উদ্দেশ্যে প্রবেশ করেন। মজার বিষয় হলো, তখন ওই সেলুনের টিভিতে জাবেদকে বেশ বিমর্ষ মনে হচ্ছিল।’

যুক্তরাজ্যে কোটি কোটি ডলার পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে সাইফুজ্জামানের বিরুদ্ধে। এই অভিযোগ তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্তের স্বার্থে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৭ অক্টোবর সাইফুজ্জামান দম্পতির দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন ঢাকার একটি আদালত।

প্রসঙ্গত, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্টে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। পদত্যাগ করে পালিয়ে ভারতে যান শেখ হাসিনা। তার অন্যতম একজন ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন এই সাইফুজ্জামান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে