শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৬, ০১:৫৩:০৭

শরিকদের নিয়ে বৈঠকে বসছে বিএনপি, এজেন্ডায় ইউপি নির্বাচন

শরিকদের নিয়ে বৈঠকে বসছে বিএনপি, এজেন্ডায় ইউপি নির্বাচন

নিউজ ডেস্ক : বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠক বসছে আজ শুক্রবার সন্ধ্যা সন্ধ্যায় ৭টায়। বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিতব্য এই বৈঠকে সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৈঠকের বিষয়ে নিশ্চিত করেছেন বিএনপির সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম। তিনি জানান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

জানা গেছে, দলীয় প্রতীকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। তবে তারা দলগতভাবে নাকি জোটগত ভাবে নির্বাচন করবে সে বিষয়টি এখনো স্পষ্ট নয়। বৈঠকে এ বিষয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
১৯ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে