বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ০৫:৩০:৩২

এবার দুই ইস্যুতে বিএনপিকে বক্তব্য স্পষ্ট করার আহ্বান হাসনাত আব্দুল্লাহর

 এবার দুই ইস্যুতে বিএনপিকে বক্তব্য স্পষ্ট করার আহ্বান হাসনাত আব্দুল্লাহর

এমটিনিউজ২৪ ডেস্ক : বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘যে লোকটি (রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন) ইতিমধ্যে বাংলাদেশের গণ-উত্থানকে অপমানিত করেছেন, স্বৈরাচারী-ষড়যন্ত্রকারীদের সাহস জুগিয়েছেন, এই দেশে গণতন্ত্র ফিরে আসাকে বাধাগ্রস্ত করেছেন। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত তিনি একটা দুর্নীতিবাজ। তাঁকে বিদায় না করলে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’ 

অন্যদিকে, একইদিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘রাষ্ট্রপতির পদ শূন্য হলে সাংবিধানিক সংকট তৈরি হবে।

তিনি বলেন, এতে জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত হবে। তাই এই মুহূর্তে রাষ্ট্রপতির অপসারণ চায় না বিএনপি।’
সালাহউদ্দিন আরো বলেন, ‘রাষ্ট্রপতি পদে শূন্যতা রাষ্ট্রীয় ও সাংবিধানিক সংকট সৃষ্টি করবে, যা দেশে গণতন্ত্র উত্তরণের পথ বাধাগ্রস্ত করবে। সুতরাং ফ্যাসিবাদের দোসররা যেন কোনো ষড়যন্ত্র করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।

একই বিষয়ে বিএনপির দুই নেতার দুই ধরনের মন্তব্য নিয়ে কথা বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি সংবিধান বাতিল ও রাষ্ট্রপতির অপসারণ ইস্যুতে বিএনপিকে বক্তব্য স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন। 

বুধবার (২৩ অক্টোবর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন হাসনাত।

ওই পোস্টে তিনি লিখেছেন, ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে ও গণতন্ত্রের পক্ষে বিএনপির দীর্ঘ লড়াইয়ের ইতিহাস রয়েছে।

বর্তমান ২৪ পরবর্তী বাংলাদেশে ৭২-এর সংবিধান বাতিল ও রাষ্ট্রপতির পদচ্যুতির বিষয়ে বিএনপির অবস্থান স্পষ্ট করতে হবে।’
হাসনাত তার পোস্টে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের উপরোক্ত বক্তব্য রয়েছে।

তাদের মধ্যে কার বক্তব্যকে বিএনপির বক্তব্য হিসেবে ধরা হবে সে বিষয়ে প্রশ্ন রেখেছেন হাসনাত। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে