এমটিনিউজ২৪জবস : এবার বিশাল তিন হাজার ৪৬০টি শূন্যপদে নিয়োগ দিয়ে ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আগামী মাসেই (নভেম্বর) এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছে পিএসসি সূত্র।
বুধবার এ পদ সংখ্যা জানিয়ে পিএসসিকে এ চিঠি পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগসমূহের চাহিদা মোতাবেক তিন হাজার ৪৬০টি শূন্যপদের বিপরীতে নিয়োগ বিজ্ঞাপ্তি জারি করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পিএসসিকে এই চিঠি দিয়েছে মন্ত্রণালয়।
পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে প্রবেশের পদে নিয়োগের জন্য বলা হয়েছে চিঠিতে।