বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, ০৮:১০:৩৫

ছাত্রলীগ নিষিদ্ধের ঘটনায় আনন্দ মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

ছাত্রলীগ নিষিদ্ধের ঘটনায় আনন্দ মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

এমটিনিউজ২৪ ডেস্ক : ছাত্রলীগ নিষিদ্ধের ঘটনায় আনন্দ মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

বুধবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১০টায় ক্যাম্পাসে জমায়েত হয়ে শতাধিক শিক্ষার্থী এ মিছিল করেন।

শিক্ষার্থীরা আনন্দ মিছিল ক্যাম্পাস থেকে শুরু করে রায়সাহেব মোড়, ভিক্টোরিয়া পার্ক হয়ে আবার ক্যাম্পাস ফিরে আসেন।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সোহাগ আহমেদ বলেন, প্রায় দুই হাজার শিক্ষার্থীকে হত্যার একমাত্র দায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের। ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে। এবার আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে হবে।

ইংরেজি বিভাগের শিক্ষার্থী ফরহাদ হোসেন বলেন, ছাত্রলীগতো সন্ত্রাসী ও বর্বর সংগঠন ছিল। তাদের থেকে অন্য ছাত্রসংগঠনেরও শিক্ষা নেওয়া উচিত। না হলে তারাও ভবিষ্যতে নিষিদ্ধ হবে।

এ সময় শিক্ষার্থীরা ‘হৈ হৈ রৈ রৈ,  ছাত্রলীগ গেলি কই’, ‘ছাত্রলীগের চামড়া তুলে নেব আমরা’, ‘একটা একটা ছাত্রলীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা হতে দেব না’, ‘সাজিদ ভাইয়ের রক্ত, বৃথা হতে দেব না’ এমন স্লোগান দেন।

এর আগে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধ করে সরকার। আজ রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে