বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, ০৮:১৬:০৮

মিষ্টি বিতরণ ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করায়

মিষ্টি বিতরণ ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করায়

এমটিনিউজ২৪ ডেস্ক : বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধের ঘোষণাকে স্বাগত জানিয়ে সুনামগঞ্জে মিষ্টি বিতরণ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

বুধবার (২৩ অক্টোবর) রাত ১০টায় সুনামগঞ্জ জেলা  শহরের ট্রাফিক পয়েন্টে মিষ্টি বিতরণ করা হয়।

ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করায় রাত সাড়ে ৯টার দিকে ছাত্রনেতারা সেখানে জড়ো হতে থাকেন। এরপর রাত ১০টার দিকে আনন্দঘন পরিবেশে এই মিষ্টি বিতরণ করেন এবং নিষেধাজ্ঞার ঘোষণাকে শিক্ষাঙ্গনে রাজনৈতিক প্রভাবমুক্তির একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সুনামগঞ্জ জেলার নেতা ইমন দোজ্জা আহমেদ জানান, ছাত্রলীগের নিষিদ্ধকরণকে সুনামগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ‘শিক্ষাঙ্গনকে সন্ত্রাস ও রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত করার জন্য অত্যন্ত প্রয়োজনীয় পদক্ষেপ’।

আন্দোলনের নেতা মেহেদি জানান, ‘ছাত্রলীগের রাজনীতি দীর্ঘদিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অস্থিতিশীল করেছে এবং ছাত্রদের স্বাভাবিক শিক্ষাজীবন ব্যাহত করেছে। সরকারের এই সিদ্ধান্ত শিক্ষাঙ্গনে শৃঙ্খলা ও শান্তি পুনঃপ্রতিষ্ঠায় সহায়ক হবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে