ঢাকা : মালয়েশিয়া সরকার বাংলাদেশ থেকে ১৫ লাখ শ্রমিক নিবে। বৃহস্পতিবার বাংলাদেশের সঙ্গে ১৫ লাখ শ্রমিক নেওয়ার সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় মালয়েশিয়ার সাথে।
অথচ এমন চুক্তি স্বাক্ষরিত হওয়ার একদিনের মাথায় নিজেদের সিদ্ধান্ত থেকে সরে এসেছে মালয়েশিয়া সরকার। অর্থাৎ বাংলাদেশসহ অন্যান্য দেশ থেকে শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত স্থগিত করে দেশটির সরকার।
শুক্রবার মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমসহ বেশ ক’টি সংবাদ মাধ্যমে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। আর সেই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশসহ অন্যান্য দেশ থেকে শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত স্থগিত করেছে মালয়েশিয়া সরকার।
এদিকে দেশের শিল্প কারখানার জন্য ঠিক কি পরিমাণ জনশক্তি দরকার তা নিরূপণের আগে শ্রমিক না নেওয়ার এই ঘোষণা দেন দেশটির উপপ্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদি।
উল্লেখ্য, বৃহস্পতিবার বাংলাদেশের সঙ্গে ১৫ লাখ শ্রমিক নেওয়ার সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার একদিন পরই এই ঘোষণা দিলেন দেশটির উপপ্রধানমন্ত্রী।
১৯ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন