শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪, ১২:৩৪:৩০

বায়তুল মোকাররমে জুমা পড়াবেন নতুন খতিব, ৯টা থেকেই পুরো মসজিদ মুসল্লিতে ভরে গেছে

বায়তুল মোকাররমে জুমা পড়াবেন নতুন খতিব, ৯টা থেকেই পুরো মসজিদ মুসল্লিতে ভরে গেছে

এমটিনিউজ২৪ ডেস্ক : বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আজ নামাজ পড়াবেন সদ্য নিয়োগ পাওয়া খতিব মাওলানা মুহাম্মদ আবদুল মালেক। নামাজের আগে তার বয়ান শুনতে সকাল থেকেই আগমন শুরু হয়েছে মুসল্লিদের। বেলা ১১টার আগেই পুরো পুরো মসজিদের ভেতর প্রাঙ্গণ ভরে গেছে মুসল্লিতে। 

গত ১৮ অক্টোবর নিয়োগের পর আজ শুক্রবার (২৫ অক্টোবর) প্রথম বারের মতো জুমার নামাজ পড়াবেন তিনি। নতুন খতিবের একান্ত সহযোগী মাওলানা মাহমুদ বিন ইমরান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। 

 সাধারণত বায়তুল মোকাররমে জুমার নামজের ঠিক আগ মুহূর্তে মুসল্লিদের ভিড় দেখা যায়। তবে আজ সকাল থেকেই মসজিদের ভেতরের অংশ মুসল্লিতে ভরপুর দেখা যায়। মূলত নতুন খতিবের বয়ান শোনার আগ্রহ থেকে বিপুল সংখ্যক লোকের আগমন হয়েছে।

নামাজ পড়তে এক মুসল্লি বলেন, আজ ৯টা থেকেই পুরো মসজিদ মুসল্লিতে ভরে গেছে। কারণ আজ নতুন খতিব আলোচনা করবেন। তাই দূর-দূরান্ত থেকে তাঁর বয়ান শুনতে মসজিদে চলে এসেছেন। আরো অনেক মুসল্লি আসছেন।

 মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক উচ্চতর ইসলামী শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়া শিক্ষাসচিব ও উচ্চতর হাদিস গবেষণা বিভাগের প্রধানের দায়িত্ব পালন করছেন। ১৯৯৬ সালে তিনি ও তার বড় ভাই মুফতি আবুল হাসান মুহাম্মদ আবদুল্লাহ মিলে তা প্রতিষ্ঠান করেন। এর আগে তিনি জামিয়াতুল উলুম আল ইসলামিয়া ঢাকার শায়খুল হাদিস ছিলেন।

কওমি মাদ্রাসার সরকারি স্বীকৃতি প্রদানের লক্ষ্যে ২০১২ সালে বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা কমিশন গঠিত হলে তিনি এর সদস্য মনোনীত হন। ২০১৯ সালে তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা উপকমিটির প্রধান মনোনীত হন।

এর আগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব ছিলেন আল্লামা মুফতি রুহুল আমীন। তিনি গোপালগঞ্জের গহরডাঙ্গা মাদরাসার মুহতামিম। গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে তিনি মসজিদে অনুপস্থিত ছিলেন। এরপর গত ২০ সেপ্টেম্বর জুমার আগ মুহুর্তে মসজিদে উপস্থিত হলে মুসল্লিদের মধ্যে মারামারি ও বিশৃঙ্খলা হয়। পরে গত ২২ সেপ্টেম্বর খতিব পদ থেকে তাকে অপসারণ করা হয়। তার বিরুদ্ধে মসজিদে অনুপস্থিত থাকা ও অনুসারীদের নিয়ে মসজিদে হট্টগোল করার অভিযোগ ছিল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে