শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪, ০৮:০১:৩৬

জানেন অস্ট্রেলিয়াতে কী করেন মির্জা ফখরুলের বড় মেয়ে শামারুহ মির্জা?

জানেন অস্ট্রেলিয়াতে কী করেন মির্জা ফখরুলের বড় মেয়ে শামারুহ মির্জা?

এমটিনিউজ২৪ ডেস্ক : বড় মেয়ে শামারুহ মির্জা ও তার পরিবারের সঙ্গে সময় কাটিয়ে অস্ট্রেলিয়া থেকে ঢাকায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৫ অক্টোবর) রাত ১০টা ২৫ মিনিট সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে স্ত্রী রাহাত আরা বেগমকে নিয়ে ঢাকায় পৌঁছান তিনি।

এর আগে গত ৯ অক্টোবর রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে অস্ট্রেলিয়া যান ফখরুল। ১০ অক্টোবর বাংলাদেশ সময় দুপুর ২টায় অস্ট্রেলিয়ায় পৌঁছান তিনি। সেখানে তাকে স্বাগত জানান বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক।

মির্জা ফখরুলের বড় মেয়ে শামারুহ মির্জা ২০০৬ সাল থেকে তিনি স্থায়ীভাবে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরাতে বাস করছেন। পাশাপাশি তিনি একজন নারী অধিকার সংগঠক হিসেবেও পরিচিত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে