শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৬, ০৪:২২:০৯

আমেরিকার চেয়ে ‘বাংলাদেশ অনেক বেশি নিরাপদ : স্বরাষ্ট্রমন্ত্রী

আমেরিকার চেয়ে ‘বাংলাদেশ অনেক বেশি নিরাপদ : স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, আমেরিকার চেয়ে বাংলাদেশ অনেক বেশি নিরাপদ দেশ।  যুক্তরাষ্ট্রের কথা বলছি এ কারণে যে, কথায় কথায় যুক্তরাষ্ট্রের উদাহরণ দেয়া হয়।  ওই দেশের একটি জরিপ সংস্থার রিপোর্টে বিশ্বের নিরাপদ দেশ হিসেবে বাংলাদেশকে ৩০তম দেখানো হয়েছে।

শুক্রবার ‘বিশ্ব প্রবাসী বাঙালি’ নামে একটি সংগঠনের মতবিনিময় সভায় এসব কথা বলেন মন্ত্রী।  সিরডাপ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ জিরো টলারেন্স নীতিতে চলছে।  আমাদের প্রধানমন্ত্রী এ ক্ষেত্রে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী।

বিমানবন্দরে কড়াকড়ির বিষয়ে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে সন্ত্রাসী তৎপরতা মোকাবেলায় বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমাদের এখানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের দ‍ূতাবাস থেকে প্রায়ই বলা হচ্ছে, বিমানবন্দরের নিরাপত্তা জোরদার না করলে তোমাদের প্লেন আমাদের দেশে যেতে দেব না।

তিনি বলেন, আপনারা বিনিয়োগ করবেন যাচাই-বাছাই করে।  বিনিয়োগের ক্ষেত্রে প্রলোভনে পড়ে প্রতারণার স্বীকার হবেন না।

মতবিনিময় সভায় একেএম বসিরুল আলম চৌধুরী সাবুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশের অতিরিক্ত মহাপরিচালক মোখলেসুর রহমান।

প্রবাসীদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা বাংলাদেশে আসুন বিনিয়োগ করুন।  বিশ্বের অনেক দেশের চেয়ে বাংলাদেশ অনেক নিরাপদ দেশ।  জঙ্গি অর্থায়নের উৎস বাংলাদেশ নয়।  পাকিস্তানের পেতাত্মারা জঙ্গি অর্থায়ন করছে। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ইতালি প্রবাসী লিটন মোল্লা, জার্মানি প্রবাসী আনোয়ার হোসেন, ইতালি প্রবাসী হোসনে আরা বেগম প্রমুখ।
১৯ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে