শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪, ০৩:১৩:২১

বাজার পরিদর্শনে এসে ডিম, কাঁচা মরিচের দাম যত দেখতে পেলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

বাজার পরিদর্শনে এসে ডিম, কাঁচা মরিচের দাম যত দেখতে পেলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

এমটিনিউজ২৪ ডেস্ক : দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আজ শনিবার (২৬ অক্টোবর) রাজধানীর চানখারপুল 'আনন্দ বাজার' পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান।

বাজার পরিদর্শন শেষে সবজির দামের একটি বর্ননা দিয়েছেন তিনি। শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে আসিফ মাহমুদ জানিয়েছেন, ডিমের দাম ৬০ টাকা থেকে কমে ৪৮ টাকায় এসেছে।

লাউয়ের দাম কমেছে, পিস ১০০ থেকে কমে ৪০-৫০ টাকায় নেমে এসেছে। এদিকে কাঁচা মরিচ ৩০০ টাকা কেজি থেকে ১৪০-১৫০ টাকায় বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন তিনি। আসিফ মাহমুদ বলেন, 'সবজির মূল্য মোটামুটি নিয়ন্ত্রণে আছে। যদিও স্থান, বাজারভেদে কিছু ভিন্নতা আছে।

শীতের সবজি বাজারে আসা শুরু হলে আরো কমে আসবে। অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণেও কাজ করে যাচ্ছে সরকার।'
এদিকে শনিবার (২৬ অক্টোবর) ভোক্তা অধিকার সংস্থা ‘কনশাস কনজ্যুমার্স সোসাইটির (সিসিএস) আয়োজিত ভোক্তা অধিকার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ভোক্তা অধিকার আইন সংশোধনের ব্যাপারে ইতোমধ্যেই কমার্স মিনিস্ট্রির অনারেবল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলেছি, বিষয়টি প্রক্রিয়াধীন। খুব দ্রুতই ভোক্তা অধিকার আইনকে আরো বেশি শক্তিশালী করা হবে।

বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের পাশাপাশি প্রত্যেক জেলায় টাস্কফোর্স গঠন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে