শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪, ০৯:১৬:৪২

এবার রংপুরে জামায়াতে ইসলামীর হিন্দু শাখার কমিটি গঠন

এবার রংপুরে জামায়াতে ইসলামীর হিন্দু শাখার কমিটি গঠন

এমটিনিউজ২৪ ডেস্ক : রংপুরের পীরগাছা উপজেলার সদর ইউনিয়ন শাখার হিন্দু কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার রাতে পীরগাছা উপজেলা জামায়াতের কার্যালয়ে ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর জব্বার কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ পাঁচ সদস্যের নাম ঘোষণা করেন।

শনিবার (২৬ অক্টোবর) বিকালে বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন পীরগাছা উপজেলা জামায়াতের আমির মাওলানা মোশতাক আহমদ। তিনি বলেন, ‌‘আপাতত পাঁচ সদস্যের কমিটি গঠন করা হলো। পরে কমিটির সদস্য সংখ্যা বাড়ানো হবে।’

কমিটিতে মির্জাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ভবেশ চন্দ্র বর্মণকে সভাপতি ও স্থানীয় ওষুধ ব্যবসায়ী বিজন চন্দ্র দাসকে সাধারণ সম্পাদক করা হয়েছে। পাশাপাশি দেবী চৌধুরানী ডিগ্রি কলেজের প্রভাষক তাপস চন্দ্র রায়কে সহসভাপতি করা হয়। এ ছাড়া কিসমত ঝিনিয়া সনাতন সংঘের সভাপতি সুধারঞ্জন বর্মণকে সহ-সম্পাদক ও দেউতি স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক প্রভাষ চন্দ্র বর্মন কোষাধ্যক্ষ করা হয়েছে।

কমিটি গঠন উপলক্ষে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনকে নিয়ে মতবিনিময় এক সভার আয়োজন করা হয়। ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক সম্পাদক হাফেজ ইদ্রিস আলীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক। বিভিন্ন রাজনৈতিক দলের হিন্দু সম্প্রদায়ের নেতারা জামায়াতের এই মতবিনিময় সভায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন বলে জানান এনামুল হক।

সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মোস্তাক আহমেদ, সেক্রেটারি মোস্তাফিজুর রহমান, দফতর সম্পাদক জাকির হোসেন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ভবেশ চন্দ্র বর্মণ ও ইউনিয়ন জামায়াতের অর্থ-সম্পাদক হোসাইন আহমেদ। সভায় হিন্দু সম্প্রদায়ের দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন জামায়াতের নেতারা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে