শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৬, ০৪:৪৭:২২

‘সবাই এবার মেয়রের পলিটিক্যাল মাস্তানি দেখবে’

‘সবাই এবার মেয়রের পলিটিক্যাল মাস্তানি দেখবে’

নিউজ ডেস্ক : ফুটপাত দখলমুক্ত করতে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।

তিনি বলেছেন, যে এলাকায় ফুটপাত দখল হবে সেই থানায় চলে যাবেন মেয়র-কাউন্সিলরা।  দয়া করে আপনাদের বদনাম যেন না হয় তা খেয়াল করে কাজ করুন।

শুক্রবার রাজধানীর মিরপুর জাতীয় মুকুল ফৌজ মাঠে ‘সবুজ ঢাকা ক্যাম্পেইন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে নগরীকে সবুজ করার লক্ষ্যে নগরবাসী-শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা ও মাটি বিতরণ করা হয়।

মেয়র আনিসুল হক বলেন, রাস্তা-ফুটপাতসহ মূল জায়গাগুলো মুক্ত করতে কাউন্সিলর থেকে শুরু করে সবাই এবার মেয়রের পলিটিক্যাল মাস্তানি দেখবে।
ফুটপাত পরিষ্কার করা শুরু করেছি, এপ্রিলের মধ্যে পরিষ্কার হয়ে যাবে।  কারো ওপর অত্যাচার করতে চাই না।  যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের জন্য কিছু করার চেষ্টা করছি।

গাছ লাগানোর বিষয়ে তিনি বলেন, আমাদের একার পক্ষে সম্ভব নয়, যদি না সবাই মিলে চেষ্টা করে গাছ লাগাই।  আগামী পাঁচ বছরের মধ্যে কাজটা কিন্তু বড় নয়, রেজাল্ট অনেক বড়।  উত্তর সিটি করপোরেশনে ১ লাখ ৭৬ হাজার ইউনিট রয়েছে।  রপ্রতিটি ইউনিটে একটি করে গাছ লাগালে এক বছরে অনেক গাছ হয়ে যাবে।

এসময় তিনি নিজ বাসা, হাসপাতাল, রাস্তায় রাস্তায়, স্কুলসহ সব প্রতিষ্ঠানে একটি করে গাছ লাগাতে নগরবাসীর প্রতি অনুরোধ জানান।

ঠিকাদার ও উন্নয়ন সহযোগীদের রাস্তার পাশে গাছ লাগানো ও নতুন বাড়ি করলে তাদের জন্য গাছ লাগানো বাধ্যতামূলক করে দেয়া হবে বলেও জানান মেয়র।

তিনি বলেন, উত্তর সিটি করপোরেশনের ৬০ শতাংশ জায়গায় শক্তিশালী সিসি ক্যামেরা লাগানো শুরু হয়েছে।  মার্চের মধ্যে ৫শ’ ২০টি ও জুনের মধ্যে ১১শ’ লাগানো হবে।  এ ক্যামেরায় অন্ধকারেও আপনার চেহারা দেখা যাবে।

আনিসুল হক বলেন, যত জোরে গাড়ি চালান আপনার চেহারা, গাড়ি বের করা সম্ভব হবে।  যারা মাস্তানি, ইভটিজিং করছেন দয়া করে বন্ধ করেন।  আপনার চেহারা, অপকর্ম লুকিয়ে রাখতে পারবেন না।

মেয়র বলেন, সিটি করপোরেশনের উদ্যোগে ১৫ মে’র মধ্যে অ্যাপস তৈরি করে দেয়া হবে।  ইভটিজিং, গন্ডগোলের ছবি দিলে ব্যবস্থা নেয়া হবে। উত্তর সিটি করপোরেশনের কন্ট্রোল বোর্ড এমনভাবে সাজানো হবে যাতে বাড়ি, গলি, ড্রেনসহ সব জিআইএস সিস্টেম দিয়ে কন্ট্রোল করা হবে।

৩নং ওয়ার্ড কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা, কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক মো. হামিদুর রহমান, কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আ ক ম মো. জামাল উদ্দিন প্রমুখ।
১৯ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে