আন্তর্জাতিক ডেস্ক: শনিবার (২৬ অক্টোবর) দেশটির মধ্যঞ্চলীয় রাজ্য জাকাতেকাসে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
সিএনএন এক প্রতিবেদনে জানায়, ভুট্টা বহনকারী একটি ট্রাক্টর ট্রেইলার যাত্রীবাহী ওই বাসের পেছনে ধাক্কা দেয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।
সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে ২৪ জনের মৃত্যু কথা বলা হলেও পরে তা সংশোধন করে ১৯ জন করা হয়। আহত ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিএনএন জানায়, বাসটি যুক্তরাষ্ট্র-মেক্সিকোর সামীন্ত রাজ্য চিহুয়াহুয়া শহর চিউদাদ জুয়ারেজের দিকে যাচ্ছিল। ক্ষতিগ্রস্তদের মধ্যে কোনো অভিবাসী ছিল না।
এ ঘটনায় ট্রাক্টর ট্রেইলার চালককে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
উল্লেখ্য, মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা ও তাতে প্রাণহানির ঘটনা বেশ সাধারণ। ২০২১ সালের ডিসেম্বরে চিয়াপাস প্রদেশে প্রায় ১৬৬ জনকে বহনকারী একটি ট্রাক দুর্ঘটনায় ৫৪ জনের মৃত্যু হয়।