রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪, ০৮:৩৬:২৪

হেঁটে যাচ্ছিলেন শিক্ষার্থীরা, পি'ষে দিলো প্রাইভেটকার!

হেঁটে যাচ্ছিলেন শিক্ষার্থীরা, পি'ষে দিলো প্রাইভেটকার!

এমটিনিউজ২৪ ডেস্ক : রাস্তার একেবারে পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন কয়েকজন শিক্ষার্থী। অন্যান্য গাড়ি সবই চলে যাচ্ছিল। কিন্তু হুট করেই পেছন থেকে এসে একটি প্রাইভেটকার পিষে দিল ওই শিক্ষার্থীদের। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনের রাস্তায় এই দুর্ঘটনা ঘটেছে।

রবিবার (২৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে কেউই নিহত হয়নি। তবে তিন শিক্ষার্থী আহত হয়েছেন। ঘটনার পর প্রাইভেটকারের চালক পালিয়ে যান।

এরই মধ্যে এ দুর্ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা যায়, তৃতীয় টার্মিনালের সামনের রাস্তা দিয়ে একদল শিক্ষার্থী হেঁটে যাচ্ছিলেন। এসময় পেছন থেকে সাদা রঙের একটি প্রাইভেটকার এসে তাদের চাপা দেয়। এতে কয়েকজন শিক্ষার্থী রাস্তায় পড়ে আহত হন। আশপাশের লোকজন এগিয়ে এসে আহত শিক্ষার্থীদের উদ্ধার করেন।

বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মুস্তাফিজুর রহমান জানান, দুর্ঘটনায় তিন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে দু’জনের পা ভেঙে গেছে আর একজন মাথায় ব্যথা পেয়েছেন। পুলিশ প্রাইভেটকারটি আটক করেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে