শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৬, ০৬:৩৭:৪৯

‘আগে আমাদের আ.লীগ বলা হতো, এখন বিএনপি’

‘আগে আমাদের আ.লীগ বলা হতো, এখন বিএনপি’

যশোর: সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, ‘জনগণের পক্ষে কথা বলার কারণে এখন আমাদের বিএনপি বলা হচ্ছে। আগে বলা হতো আওয়ামী লীগ। এর মানে হলো আমরা সঠিক পথেই আছি।’

শুক্রবার দুপুরে যশোরে জয়তী সোসাইটি মিলনায়তনে সুজনের আঞ্চলিক পরিকল্পনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. মজুমদার অভিযোগ করে বলেন, ‘দেশের সুশীল সমাজের সদস্যরা ব্যক্তি স্বার্থে রাজনৈতিক দলের মতো বক্তব্য দিচ্ছেন।’
 
তিনি বলেন, ‘অপশক্তি কারও বন্ধু নয়, এদেশে যাতে কোনো অপশক্তি শেকড় গজাতে না পারে এজন্য সকলকে সজাগ থাকতে হবে।
সভায় এক বক্তার বক্তব্যের সূত্র ধরে সুজন সম্পাদক ধর্মীয় সংখ্যালঘুদের জমি দখলদারিত্বের বিষয়ে শংকা প্রকাশ করেন।

সুজনের যশোর জেলা সভাপতি অ্যাডভোকেট সালেহা বেগমের সভাপতিত্বে ও সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দীলিপ সরকারের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন- সুজনের খুলনা জেলা সভাপতি অধ্যাপক জাফর ইমাম, যশোর শাখার সাধারণ সম্পাদক ডা. মহিদুর রহমান প্রমুখ।
১৯ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে