মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪, ০৬:৩৬:১৪

হৃদয়বিদারক, বাসচাপায় মায়ের সামনে মেয়ের মৃত্যু

হৃদয়বিদারক, বাসচাপায় মায়ের সামনে মেয়ের মৃত্যু

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজশাহীতে বাসচাপায় মায়ের সামনে মারিয়া আক্তার যুথি নামে এক শিশু নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে নগরীর ভদ্রা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

হৃদয়বিদারক, রাজশাহীতে নিহত শিশুর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাচ্ছে পুলিশ। পিছনে খালি পায়ে কান্না করতে করতে সন্তানের মরদেহের পেছনে ছুটছেন মা। 

নিহত মারিয়া আক্তার যুথি রাজশাহী মেহেরচণ্ডী এলাকার হাসান মোল্লার মেয়ে।

পুলিশের ভাষ্যমতে, দুপুরে ভদ্রা মোড়ে ব্যাটারিচালিত রিকশা থেকে নামার সময় পেছন থেকে একটি বাস ধাক্কা দেয়। এ সময় শিশু মারিয়া সড়কে ছিটকে পড়লে ওই বাসটি তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই শিশুর মৃত্যু হয়।

পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে কয়েকটি বাস ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। তারা সড়ক দখল নিলে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে সেনাবাহিনীর সদসরা দুজনকে আটক করেন।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান, এ ঘটনায় ইতিমধ্যে বাসটি জব্দ করা হলেও এর চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে