মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪, ০৭:৪০:০৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারদের ৩ কোটি টাকা সহায়তা দিল আস-সুন্নাহ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারদের ৩ কোটি টাকা সহায়তা দিল আস-সুন্নাহ

এমটিনিউজ২৪ ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ৩০০ পরিবারকে ৩ কোটি টাকা সহায়তা দিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। সংস্থাটির চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) নিউ ইস্কাটনের বিয়াম মিলনায়তনে শহীদ পরিবারের সদস্যদের হাতে সহায়তা তুলে দেওয়া হয় ফাউন্ডেশনের পক্ষ থেকে।

শায়খ আহমাদুল্লাহ ফেসবুকে লিখেছেন, শতাধিক এতিমসহ ৩০০ শহীদ পরিবারের সঙ্গে এক বেদনাঘন ও স্মরণীয় সকাল কাটল আজ।

আমাদের আহ্বানে সাড়া দিয়ে ৩০০ শহীদ-স্বজন হাজির হয়েছিলেন নিউ ইস্কাটনের বিয়াম মিলনায়তনে। প্রত্যেককে দেওয়া হয়েছে ১ লাখ টাকার সম্মাননা চেক। এর মধ্যে ১০৯ জন এতিম, ১৮৯টি সাধারণ পরিবার এবং দুটি হিন্দু পরিবার ছিল।
৩৪৬৬

তিনি আরো বলেন, ‘চেক প্রদানের পূর্বে বাবাহারা দুই শিশু, সন্তানহারা তিন পিতা এবং স্বামীহারা দুই স্ত্রী কান্নাভেজা কণ্ঠে তাদের বেদনাদায়ক স্মৃতিচারণা করেন।

এ সময় মিলনায়তনের পরিবেশ ভারী হয়ে ওঠে। কোটি টাকা দিয়েও একটি জীবনের ক্ষতিপূরণ সম্ভব নয়। তার পরও সীমিত সাধ্যের মধ্যে এতিম ও শহীদ পরিবারগুলোকে আমরা সম্মান প্রদর্শনের চেষ্টা করেছি।’ 
৩৫৪৬

আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান জানান, ছাত্র আন্দোলনে আহত ১৪৬৯ জনকে ইতোপূর্বে চার কোটি ২৬ লাখ ২৫ হাজার টাকা চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। আজ তার সঙ্গে যুক্ত হলো আরো তিন কোটি টাকা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে