মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪, ১০:৪২:১৯

ফেসবুকের মাধ্যমে পরিচয়, বন্ধুত্ব থেকে প্রেম, তারপর কী ঘটলো জানেন?

ফেসবুকের মাধ্যমে পরিচয়, বন্ধুত্ব থেকে প্রেম, তারপর কী ঘটলো জানেন?

এমটিনিউজ২৪ ডেস্ক : ফেসবুকের মাধ্যমে পরিচয়, বন্ধুত্ব থেকে প্রেম এবং বিয়ে। বিয়ের আগে কথা ছিল বছরখানেক পরে ব্যবসার ২০ শতাংশ লভ্যাংশ দিবেন। একথা বলে তরুণীর প্রবাসী বাবার কাছ থেকে নেন ৫০ লাখ টাকা। আর এই ৫০ লাখ টাকা নেওয়ার পর থেকে উধাও তিনি। পরে জোরপূর্বক ডিভোর্সও দেন তিনি।

এমন ঘটনা ঘটেছে বগুড়ার শাজাহানপুর উপজেলার খরনা নাদুরপুকুর এলাকার বাসিন্দা রিমুর সঙ্গে। আর এ ঘটনায় অভিযুক্ত তার স্বামী অ্যাপোলো ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন নামে একটি কোম্পানির মালিক মাহবুব সাঈদী।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে বগুড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি।

লিখিত বক্তব্যে তিনি রিমু জানান, ২০২১ সালে কোম্পানি খুলে আমাকে ২০ শতাংশ শেয়ার মালিক করার কথা বলে আমার সিংগাপুর প্রবাসী বাবার কাছ থেকে ৫০ লাখ টাকা নেন। এ সংক্রান্ত চুক্তিপত্রও সম্পাদন হয় আমাদের মধ্যে। পরের বছর বিয়েও করেন তিনি। কোম্পানি কিছুদিন পরিচালনার পর আমি তার বিভিন্ন অর্থনৈতিক জালিয়াতি ধরে ফেলেন এবং এ নিয়ে তাদের মধ্যে নানান সময়ে বাগবিতণ্ডা শুরু হয় বলে জানান।

তিনি বলেন, একপর্যায়ে সম্পর্কের টানাপোড়েন শুরু হলে তিনি ২০২২ সালের এপ্রিলে জেলা ছাত্রলীগের তৎকালীন নেতাদের সঙ্গে নিয়ে তাকে এবং তার মাকে বাসা থেকে তুলে নিয়ে যায়। পরে জোর করে তাকে ডিভোর্সও দেন মাহবুব।

তিনি আরও অভিযোগ করে বলেন, ব্যবসার জন্য দেয়া টাকা কিংবা লভ্যাংশও ফেরত দেয়া হয়নি। অপহরণ এবং দেনমোহর না দেয়ার অভিযোগে তার বিরুদ্ধে আদালতে মামলা করলেও গত দুই বছর তার এবং তার সন্ত্রাসীদের হুমকি ধামকি ও প্রভাবে তিনি ন্যায়বিচার পাননি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে