 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
এমটিনিউজ২৪ ডেস্ক : ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় শাওন বেপারী (১৯) নামের এক স্বেচ্ছাসেবকদল নেতার নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত ৮ টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের হাসামদিয়া ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
নিহত শাওন ব্যাপারী পৌরসভার হাসামদিয়া গ্রামের সেলিম ব্যাপারীর ছেলে। সে ভাঙ্গা উপজেলা সেচ্ছাসেবকদলের কর্মী ছিলেন।
ভাঙ্গা উপজেলা সেচ্ছাসেবকদলের সদস্য সচিব সজীব মাতুব্বর জানান, নিহত শাওন ব্যাপারী তাদের সংগঠনের নেতা হিসেবে রাজনিতির সঙ্গে জড়িত ছিলো। তার বিদেশে যাওয়ার কথা ছিলো। শাওনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংগঠনটির নেতারা।
ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক নোমান শিকদার জানান, ভাঙ্গা থেকে একটি মোটরসাইকেল যোগে মালীগ্রামের যাওয়ার সময় পথিমধ্যে হাসামদিয়া ফ্লাইওভারে উঠতেই নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা লাগে। এসময় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।