বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ০২:৪৯:৪২

যারা খাগড়াছড়িতে ভ্রমণ করতে চান তাদের জন্য বড় সুখবর

যারা খাগড়াছড়িতে ভ্রমণ করতে চান তাদের জন্য বড় সুখবর

এমটিনিউজ২৪ ডেস্ক : খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রগুলোতে থাকা পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে। ৫ নভেম্বর থেকে যথারীতি ভ্রমণ করতে পারবেন দেশের বিভিন্ন অঞ্চলের পর্যটক।

বুধবার (৩০ অক্টোবর) খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান ঢাকা পোস্টকে পর্যটক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। খাগড়াছড়ি জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে জানিয়েছেন তিনি। 

প্রসঙ্গত, খাগড়াছড়ি জেলায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হওয়ার কারণে পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে খাগড়াছড়িতে চলতি মাসের ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ভ্রমণে নিরুৎসাহিত করেছিল জেলা প্রশাসন। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে