বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, ০৬:২২:৩৭

নিষিদ্ধ হওয়া ছাত্রসংগঠন ছাত্রলীগের মিছিল করায় রিমান্ডে ৫ নেতাকর্মী

নিষিদ্ধ হওয়া ছাত্রসংগঠন ছাত্রলীগের মিছিল করায় রিমান্ডে ৫ নেতাকর্মী

এমটিনিউজ২৪ ডেস্ক : সম্প্রতি নিষিদ্ধ হওয়া ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল করায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৫ নেতাকর্মীকে তিন দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এই আদেশ দেন। 

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন মো. সাকের হোসেন (৩৮), রিফাত শেখ (২২), আকরাম হোসেন বাদল (৪৫), নূরজাহান আক্তার স্মৃতি (৩৫) ও সাদিয়া আফরিন (২৩)। এদিন তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

তাদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক অমিত কুমার বিশ্বাস। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৯শে অক্টোবর রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকাল ৮টা ৪৫ মিনিটে ছাত্রলীগের ৩০ থেকে ৪০ জন অজ্ঞাতপরিচয় নেতাকর্মী মিছিল বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনায় একই দিনে পল্টন থানার পরিদর্শক কাজী নাসিরুল আমিন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে