এমটিনিউজ২৪ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের শহর কলকাতায় দেখা গেছে সাবেক ডিএমপি কমিশনার গোলাম ফারুক এবং সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলকে।
সম্প্রতি কলকাতার এক্সিস মলে দেখা গেছে সাবেক ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুককে। পুলিশের সাবেক এ কর্মকর্তার বিরুদ্ধে তিন হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন।
এছাড়াও কলকাতারই আরেকটি শপিংমলে দেখা গেছে সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলকে। কানাডায় সম্পদ ও অর্থ পাচার থেকে শুরু করে দেশে মাদক সিন্ডিকেট চালানোর মতো গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।