শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪, ০৯:১৯:০০

শক্তির উৎস হচ্ছে ঐক্য: ধর্ম উপদেষ্টা

শক্তির উৎস হচ্ছে ঐক্য: ধর্ম উপদেষ্টা

এমটিনিউজ২৪ ডেস্ক : ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ইসলামী বক্তা ও ইমামরা পারস্পারিক ছোটখাটো মতানৈক্য ভুলে গিয়ে একে অপরের কাছাকাছি আসতে পারলে জাতি গঠনে নতুন ইতিহাস তৈরি হতে পারে। কারণ, শক্তির উৎস হচ্ছে ঐক্য।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে এক সেমিনারে এসব কথা বলেন তিনি।

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ধর্মীয় বক্তারা সামাজিক শক্তির প্রতিভূ। জাতির দুর্দিন ও দুর্বিপাকে ওয়ায়েজ, ইমাম ও আলেমরা জনগণের পাশে দাঁড়িয়েছেন। এতে জনগণের সাথে তাদের সম্পৃক্ততা দিনে দিনে বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, নৈতিকতা ও মূল্যবোধ বিকাশে ধর্মীয় বক্তাদের অসাধারণ ভূমিকা রয়েছে। ওয়ায়েজ ও ইমামদের ওয়াজ, নসীহত ও উদ্বুদ্ধকরণ বক্তৃতার মাধ্যমে জনগণের মধ্যে তাকওয়া, দেশপ্রেম ও আত্মশুদ্ধির চেতনা জাগ্রত হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল বাসেত খান সিরাজী। এতে মাওলানা মামুনুল হক, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী ও মাওলানা হাসান জামিল প্রমুখ বক্তব্য রাখেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে