শনিবার, ০২ নভেম্বর, ২০২৪, ১২:০৫:৪৮

অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ২ নেতাকে গ্রেপ্তার

অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ২ নেতাকে গ্রেপ্তার

এমটিনিউজ২৪ ডেস্ক : চট্টগ্রামে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন মো. সালাউদ্দিন (৩২) ও নুরুল আজিম (৩৩)।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে নগরের পাঁচলাইশ থানার শোলকবহর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সালাউদ্দিন ছাত্রলীগের রাউজান উপজেলার (দক্ষিণ) সাধারণ সম্পাদক ও দেওয়ানপুর ইউনিয়নের প্রয়াত আবদুল কুদ্দুসের ছেলে। আর নুরুল আজিম রাউজান উপজেলার একই সংগঠনের সহসভাপতি। তিনিও ওই এলাকার নুরুল হকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক মো. আলমগীর। তিনি জানান, বিশেষ অভিযানে গ্রেপ্তারপূর্বক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে