এমটিনিউজ২৪ ডেস্ক : খুলনায় জাতীয় পার্টির অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (২ নভেম্বর) সন্ধ্যা পৌনে ছয়টায় ডাকবাংলা মোড়ে ৫০ থেকে ৬০ জনের একটি মিছিল থেকে হঠাৎ করে জাতীয় পার্টির অফিসে ইট পাটকেল নিক্ষেপ করে প্রবেশ করে।
এ ঘটনার পর ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয় আশপাশের দোকানপাট।
জাতীয় পার্টির স্থানীয় নেতারা জানান, সন্ধ্যা ৬ টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা মিছিল সহকারে ডাকবাংলা মোড়ে আসে। পরে অফিসের ভেতরে ভাঙচুর চালায় তারা। বিভিন্ন আসবাবপত্র টেলিভিশন, ফ্যান, গ্লাসে ভাঙচুর করে। মূল অফিসের সাথে জাতীয় যুব সংহতির অফিসেও ভাঙচুর চালায়। পরে ভেতর থেকে কয়েকটি প্লাষ্টিকের চেয়ার বাইরে এনে তাতে আগুন ধরিয়ে দেয়। ফায়ার সার্ভিস এসে আসবাবপত্রে দেয়া আগুন নেভায়।
এদিকে ঘটনার পরপরই জাতীয় পার্টির নেতাকর্মীরা অফিসে এসে জড়ো হয়ে বিক্ষোভ করেন। জাতীয় পার্টির খুলনা জেলার সভাপতি শফিকুল ইসলাম মধু বলেন, আমাদের কাছে আগে থেকেই খবর ছিল আমাদের অফিসে হামলা হতে পারে। আমাদের নেতাকর্মীরা অফিসে অবস্থান করছিল। তবে মাগরিবের নামাজের সময় নেতারা নামাজে গেলে সে সময় হঠাৎ করেই মিছিল নিয়ে প্রবেশ করে একদল মানুষ। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার স্লোগান দিয়ে ৫০ থেকে ৬০ জনের দলটি পার্টি অফিসে ভাঙচুর করে। তারা পুরো অফিসে ভাঙচুর চালায়। আসবাবপত্রে আগুন দেয়।
তিনি বলেন, আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাই। তবে পুলিশ বলছে, অল্প সময়ের মধ্যে পরিস্থিতি নিয়রন্ত্রণে এনেছেন তারা।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মনিরুল গিয়াস বলেন, কারা ভাঙচুর করেছে আমরা পরিচয় নিশ্চিত হতে পারিনি। তবে অল্প সময়ের মধ্যে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি।