নিউজ ডেস্ক : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলীয় মনোনয়ন পাওয়া চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রত্যয়নপত্র বিতরণও গতকাল থেকে শুরু করেছে দলটি।
দলের ধানমন্ডিস্থ দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গতকাল সকালে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ইউনিয়নগুলোর প্রার্থীদের মধ্যে প্রত্যয়নপত্র বিতরণ করে এর উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের।
এ সময় আরও উপস্থিত ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এনামুল হক শামীম, এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, আমিনুল ইসলাম আমিন প্রমুখ।
বৃহস্পতিবার সন্ধ্যায় ৫৫৮টি ইউপিতে প্রার্থী চূড়ান্ত করে আওয়ামী লীগ। গতকাল দুপুরে ধানমন্ডিস্থ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক আরও ১৪৪ জন প্রার্থী চূড়ান্ত করার বিষয়টি নিশ্চিত করেন।
পরে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভায় আরও ৩৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী বাছাই করেন বোর্ডের দায়িত্বপ্রাপ্তরা।
ধানমন্ডির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর কবির নানক সাংবাদিকদের বলেন, দেশের বিভিন্ন ইউনিয়নে বিএনপি-জামায়াত প্রার্থীদেরও আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হচ্ছে বলে যে অভিযোগ করা হচ্ছে মিথ্যা ও ভিত্তিহীন।
তিনি বলেন, চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে প্রার্থীদের মনোনয়ন দেয়া হচ্ছে। সমাজবিরোধী, মুক্তিযুদ্ধবিরোধী বা বিএনপি-জামায়াতের কেউ যেন মনোনয়ন না পায় সে জন্য কঠোর সতর্কতা অবলম্বন করা হয়েছে।
নানক দাবি করেন, মুক্তিযুদ্ধবিরোধী জামায়াত-রাজাকার কিংবা বিএনপির সন্ত্রাসীরা মাথা গোঁজার ঠাঁই হিসেবে আমাদের মনোনয়ন প্রক্রিয়ায় অবস্থান তৈরি করতে পারেনি। আগামী ২২শে মার্চ সারা দেশের ৭৩৯ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
নতুন বিধি অনুযায়ী এবারই প্রথম দলীয় প্রতীক ও পরিচয়ে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দফায় প্রার্থীদের মনোনয়ন জমা দেয়ার শেষ সময় ২২শে ফেব্রুয়ারি। -এম.জমিন
১৯ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস