রবিবার, ০৩ নভেম্বর, ২০২৪, ০৫:০৪:৩৪

থেমে থেমে বিস্ফোরণের বিকট শব্দ, কাঁপছে সীমান্ত এলাকার বসতঘর

 থেমে থেমে বিস্ফোরণের বিকট শব্দ, কাঁপছে সীমান্ত এলাকার বসতঘর

এমটিনিউজ২৪ ডেস্ক : কক্সবাজারের টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে বোমা বিস্ফোরণ ও মর্টারশেলের বিকট শব্দ শোনা যাচ্ছে। শনিবার (২ নভেম্বর) রাত ১২টা পর থেকে বিস্ফোরণের শব্দ শুনতে পান টেকনাফের মিয়ানমার সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা।

সীমান্তের পাশে বসবাসকারীরা বলছেন, কয়েকদিন বন্ধ থাকার পর আবারও বোমা বিস্ফোরণ ও মর্টারশেলের শব্দ শোনা যাচ্ছে। এতে কাঁপছে সীমান্ত এলাকার বসতঘর।

টেকনাফ জেটি এলাকার বাসিন্দা জহির উদ্দিন বলেন, রাতভর থেমে থেমে বিস্ফোরণের বিকট শব্দ ভেসে এসেছে। রাত ২টার পর পরিবারের কেউ আর ঘুমাতে পারিনি।

সাবরাং ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য ফারিহা ইয়াসমিন বলেন, শনিবার রাতভর থেমে থেমে মিয়ানমারের ওপার থেকে বিস্ফোরণের শব্দ ভেসে এসেছে। এতে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর আহমদ আনোয়ারী বলেন, সীমান্তের লোকজন ফের বিস্ফোরণের শব্দ পেয়েছেন বলে জেনেছি। বিষয়টি সংশ্লিষ্টদের অবহিত করা হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে