রবিবার, ০৩ নভেম্বর, ২০২৪, ০৬:০৬:৫৭

সমন্বয়ক হাসিব আল ইসলামকে শোকজ

সমন্বয়ক হাসিব আল ইসলামকে শোকজ

এমটিনিউজ২৪ ডেস্ক : আপত্তিকর বক্তব্য দেওয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসিব আল ইসলামকে শোকজ করা হয়েছে। সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন টক-শোতে ‘মেট্রো রেলে আগুন না দিলে কিংবা পুলিশ হত্যা না করা হলে এতো সহজে বিপ্লব অর্জন করা যেত না’ বলে মন্তব্য করেন তিনি। পরে তার বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ রবিবার শোকজ করা হয় হাসিবকে।

 তাকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তার আপত্তিকর মন্তব্যের যৌক্তিক ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাসিব আল ইসলাম (সমন্বয়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন) বেসরকারি টেলিভিশনের এক টকশোতে মেট্রো রেলে অগ্নিসংযোগ ও পুলিশ নিয়ে আপত্তিকর বক্তব্য প্রদান করেছেন বলে জানা গেছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছে। তাকে আগামী তিন দিনের মধ্যে তার বক্তব্যের যৌক্তিক ব্যাখ্যা দিতে বলা হলো।

গত ২৬ অক্টোবর বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের টক শো ‘প্রযত্নে বাংলাদেশ’ এর একটি পর্বে সম্প্রতি আলোচক হিসেবে যোগ দেন হাসিব। তার সঙ্গে আলোচক ছিলেন সাবেক সংসদ সদস্য এবং বিএনপির সহ-স্বনির্ভর বিষয়ক সম্পাদক নিলোফার চৌধুরী মনি। শনিবার রাতে ডিবিসি নিউজ ওই আলোচনার ভিডিও তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করে। ওই টক শোতে আপত্তিকর বক্তব্য দেন সমন্বয়ক হাসিব।

পরদিন (২৭ অক্টোবর) নিজের বক্তব্যের ব্যাখ্যা দেন সমন্বয়ক হাসিব। তিনি ওই দিন তার ফেসবুক আইডিতে এক পোস্টে বলেন, ‘আমার খণ্ডিত বক্তব্য নিয়ে বেশকিছু গণমাধ্যম নিজেদের মতো ব্যাখ্যা দিয়ে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে আমি মনে করছি।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে