শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:০৪:৪১

মোহাম্মদপুরে জঙ্গি আস্তানা, ডিবির অভিযানে আটক ১৯

মোহাম্মদপুরে জঙ্গি আস্তানা, ডিবির অভিযানে আটক ১৯

ঢাকা : রাজধানীর মোহাম্মদপুর থেকে জঙ্গি সন্দেহে ১৯জনকে আটক করেছে ডিবি পুলিশ। জঙ্গি আস্তানা সন্দেহে ঢাকা উদ্যান বাসস্ট্যান্ড সংলগ্ন নবোদয় হাউজিংয়ের ২৮ নম্বর বাসায় শুক্রবার রাত ১১টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের নাম ঠিকানা এখনও জানা যায়নি।

ডিবি সূত্রে জানা গেছে, মোহাম্মদপুরের এ বাসাটিতে জঙ্গিরা প্রশিক্ষণ নিতেন ও বোমা তৈরি করতেন। বাসা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।  

এর আগে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা রাজধানীর উত্তর বাড্ডার সাতারকুলে জঙ্গিদের চাপাতির কোপে গোয়েন্দা পুলিশের এক পরিদর্শক আহত হন। এ হামলার ঘটনায় বাড্ডা থেকে দুইজনকে আটক করে পুলিশ। তারা হচ্ছেন কামাল আর হিরন।

রাত ১২টার দিকে বাড্ডায় অভিযান সমাপ্ত ঘোষণা করে ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার মুনিরুল ইসলাম বলেন, আটককৃতরা আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। তাদের আস্তানা থেকে ধারালো অস্ত্র, বিভিন্ন ধরনের পুস্তিকা উদ্ধার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ কমিশনার আরও বলেন, আটক হওয়া কামালের দেওয়া তথ্যমতে মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ের ওই বাসায় অভিযান শুরু করে ডিবি পুলিশ। বাড্ডা হচ্ছে আনসারুল্লাহ বাহিনীর প্রধান কার্যালয় আর মোহাম্মদপুর হচ্ছে তাদের বিস্ফোরক বানানোর কারখানা।
২০ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে