মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪, ০৯:৩০:১৭

সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ নগদ অর্থ, মা'দকদ্রব্য ও দেশীয় অ'স্ত্রসহ ৭৪ জনকে গ্রেপ্তার

সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ নগদ অর্থ, মা'দকদ্রব্য ও দেশীয় অ'স্ত্রসহ ৭৪ জনকে গ্রেপ্তার

এমটিনিউজ২৪ ডেস্ক : গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন কেরানীরটেক বস্তিতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ নগদ অর্থ, মা'দকদ্রব্য ও দেশীয় অ'স্ত্রসহ ৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, রোববার (৩ নভেম্বর) মধ্য রাত থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশন ও ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেডের একটি মিশ্র দল, বিজিবি, র‍্যাব ও পুলিশের সমন্বয়ে টঙ্গী রেলওয়ে স্টেশন ও কেরানীরটেক বস্তি ও আবাসিক হোটেলে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বিপুল পরিমাণ মা'দকদ্রব্য (দেশি-বিদেশি ম'দ, বি'য়ার, গা'জা, ফে'নসিডিল, ই'য়াবা), নগদ ২২ লাখ ৮১ হাজার ৩০০ টাকা, স্বর্ণালংকার, ছিনতাই করা মোবাইল, অল্পসংখ্যক বিদেশি মুদ্রা জব্দ করে। অভিযানে মা'দক সংরক্ষণ, বিক্রিসহ নানা অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ৭৪ জনকে (৫৩ জন পুরুষ ও ২১ জন নারী) গ্রেপ্তার করা হয়।

আইএসপিআর আরও জানায়, গ্রেপ্তারদের অধিকাংশই অভিযান চলাকালে নে'শাগ্রস্ত ছিল। তাদের বিরুদ্ধে থানায় মা'দক ও ছিনতাইয়ের মামলা রয়েছে। গ্রেপ্তারদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নের জন্য টঙ্গী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনীর এ অভিযানে স্থানীয় জনসাধারণ স্বস্তি প্রকাশ করেছেন। এর ফলে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির সামগ্রিক উন্নয়ন হবে বলে আশা করা হয়। দেশের চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সকল প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর এ ধরনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে