বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪, ০৫:৫০:১৯

খালেদ মুহিউদ্দীনের ওপর ক্ষোভ প্রকাশ হাসনাত-সারজিসের

খালেদ মুহিউদ্দীনের ওপর ক্ষোভ প্রকাশ হাসনাত-সারজিসের

এমটিনিউজ২৪ ডেস্ক : ঠিকানা নিউজের টকশোতে অতিথি হিসেবে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন থাকবেন বলে ঘোষণা দিয়েছে টকশোর উপাস্থাপক খালেদ মুহিউদ্দীন। আগামীকাল বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে ‘খালেদ মহিউদ্দীন জানতে চায়’ টকশোতে উপস্থিত থাকবেন তিনি।

এ ঘোষণা দেওয়ার পর খালেদ মুহিদ্দীনের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সারজিস আলম।

একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

আজ বুধবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে খালেদ মুহিউদ্দীনকে প্রশ্ন করে তিনি লিখেছেন, ‘খালেদ মহিউদ্দীন ভাই, এর পূর্বে কয়টা নিষিদ্ধ সংগঠনের লিডারদের সাথে টকশো করেছেন?’
তিনি আরো বলেন, ‘নিষিদ্ধ সংগঠনের সভাপতিকে প্রমোট করার মধ্যে দিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শহীদ ও জাতীয় বিপ্লব ও সংহতির সাথে প্রতারণা করা হলো।’

এদিকে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘এটা আমাদের ২ হাজারের অধিক শহীদের সাথে বেঈমানি, অর্ধ-লক্ষ রক্তাক্ত ভাইবোনের রক্তের সাথে বেঈমানি।’

যদিও সম্প্রতি সময়ে ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ টকশোতে অতিথি হিসেবে দেখা গেছে এই দুই ছাত্র প্রতিনিধিকে। বিভিন্ন বিষয়ে কথাও বলেছেন তারা।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ‘ঠিকানা’–তে যোগ দেন সাংবাদিক খালেদ মুহিউদ্দিন। এর আগে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের বাংলা বিভাগের দায়িত্ব ছাড়েন খালেদ মুহিউদ্দিন। সংবাদমাধ্যমটির বাংলা বিভাগের প্রধান ছিলেন তিনি। পাশাপাশি ডয়চে ভেলের বিশেষ টকশো ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়’–এর উপস্থাপনাও করতেন।

এখন তিনি ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দিন’ নামের টকশো উপস্থাপনা করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে