এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর কাঁঠালবাগানের পুরাতন টিনসেড কাঁচাবাজার গোপনে নিলামে বিক্রি করে দেয়ার অভিযোগ উঠেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে। এখন উচ্ছেদের নোটিশ দেয়ায় বিক্ষোভ করেছেন দোকানিরা। বলছেন, পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করলে জীবিকা হুমকির মুখে পড়বে।
এ অবস্থায় বুধবার (৬ নভেম্বর) দুপুরে কাঁঠালবাগানের কাঁচাবাজার উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করে বাজার কর্তৃপক্ষ।
ব্যবসায়ীদের দাবি, কাঁঠালবাগান পুরাতন টিনসেড কাঁচাবাজার গোপন নিলামে বিক্রি করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। তাই দোকানিদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে সিটি করপোরেশন। বিকল্প জায়গা তৈরি না করে সরে যাওয়ার নোটিশ দেয়ায় ক্ষুব্ধ তারা।
তাদের দাবি, দীর্ঘদিন ধরে এখানে খাজনা দিয়ে বৈধভাবে দোকান চালাচ্ছিলেন তারা। তবে কোনো রকম পূর্ব নোটিশ ছাড়ায় এ উচ্ছেদ অভিযানে বিপাকে দোকানিরা।
মানববন্ধনে দোকানিরা অভিযোগ করে বলেন, সাবেক মেয়র তাপস কাউকে কিছু না জানিয়ে এই বাজার বিক্রি করে চলে গেছেন। কিন্তু সিটি করপোরেশন প্রতি মাসেই ভাড়া নিচ্ছে। সবার লাইসেন্স আছে। তবুও উচ্ছেদ করলে সবাই কোথায় যাবে কেউ জানে না।
তারা বলেন, আমরা কেউ রাস্তায় দোকানদারি করছি না। আমরা সরকারকে ট্যাক্স দিচ্ছি। তারপরও কেন বিকল্প জায়গা না দিয়ে আমাদের উচ্ছেদ করা হচ্ছে?
পুনর্বাসনের ব্যবস্থা না করে এ উচ্ছেদ অভিযান চালালে অনেকের জীবিকা হুমকির মুখে পড়বে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।