শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪, ০৮:৪৫:২৫

‘আসিফ আসছে প্যারিসে, আমার সঙ্গে দেখা করতে’

‘আসিফ আসছে প্যারিসে, আমার সঙ্গে দেখা করতে’

এমটিনিউজ২৪ ডেস্ক : ফান্সের প্যারিসে অবস্থানরত লেখক ও অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্যের সঙ্গে দেখা করেছেন এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তাদের এই সাক্ষাৎকারের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন পিনাকী এবং আফিস দুজনই।

বৃহস্পতিবাররাতে পিনাকী ভট্টাচার্য তার ভেরিফায়েড ফেসবুক পেজে পিনাকীর সঙ্গে একটি হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করে লিখেছেন, ‘আসিফ আসছে প্যারিসে, আমার সঙ্গে দেখা করতে।’

এদিকে ফেসবুকে দুটি ছবি পোস্ট করে আসিফ মাহমুদ লিখেছেন, ‘ফ্রান্সের প্যারিসে প্রবাসীদের সংগঠিত করে আমাদের পাশে দাঁড়ানো বিপ্লবীদের সাথে।

সম্প্রতি সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থায় (আইএলও) একটি অনুষ্ঠানে যোগ দিতে সেখানে যান আসিফ মাহমুদ। সেখান থেকে আসিফ মাহমুদ ফান্সের প্যারিসে গিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে