শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪, ১১:২৪:৫০

পুরোপুরি শীত শুরু হবে কখন? যা জানাল আবহাওয়া অধিপ্তর

পুরোপুরি শীত শুরু হবে কখন? যা জানাল আবহাওয়া অধিপ্তর

এমটিনিউজ২৪ ডেস্ক : সারা দেশের বিভিন্ন স্থানে আংশিক মেঘলা আকাশসহ প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। বিগত দুদিন দেশে তেমন বৃষ্টিপাতের প্রবণাত নেই। তবে আগামী তিনদিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিপ্তর।

আবাহাওয়াবিদদের মতে, মৌসুমের স্বাভাবিক নিয়মনেই মাঝে মধ্যে কোথাও কোথাও অস্থায়ীভাবে বৃষ্টিপাত হচ্ছে। মধ্য নভেম্বরের পর থেকে পুরোপুরি শীতের অনুভূতি বাড়তে পারে।

আবাহওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, শীতের আগে সাধারণত দেশজুড়ে শুস্ক আবাহাওয়া বিরাজ করে। কখনও সামান্য বৃষ্টি আবার কখনও অস্থায়ী মেঘলা আকাশ দেখা যায়। আগামী সপ্তাহজুড়ে এই আবাহওয়া বিরাজ করবে।

তবে নভেম্বরের ১৫ তারিখের পর ক্রমশ রাত ও দিনের তাপমাত্রা কমতে পারে। স্থানভেদে ভোর থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকাসহ বিভিন্ন স্থানেই কুয়াশার আধিক্য দেখা যেতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে এ সময় কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা জানানো হয়নি। এতে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেলেও অপরিবর্তিত থাকতে পারে দিনের তাপমাত্রা। 

পরবর্তী ৪৮ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রামের দুএক জায়গায় বৃষ্টিসহ বজ্রবৃষ্টি হতে পারে। তবে রাত ও দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে