শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৬, ০২:০৭:৫৩

বিচারপতি মানিকের বিচার দাবি করল বিএনপি

বিচারপতি মানিকের বিচার দাবি করল বিএনপি

ঢাকা : সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিকের বিচার গ্রেপ্তারসহ বিচার দাবী করেছে বিএনপি। তিনি দ্বৈত নাগরিকত্বের পরিচয় লুকিয়ে রেখে বিচারকের দায়িত্ব পালন করেছিলেন এমন অভিযোগ বিএনপির।

বিচারপতি মানিককে কুলাঙ্গার আখ্যায়িত করে বিএনপি বলেছে, অন্য দেশের প্রতি যার আনুগত্য থাকে সে কখনোই নিজ দেশের মঙ্গলের জন্য কাজ করতে পারে না। এর দ্বারা কখনো শুভ কাজ ও ন্যায় বিচার হতে পারে না।

শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘বর্তমান অবৈধ ভোটারবিহীন সরকার নিজেদের একদলীয় শাসন কায়েমের জন্য যাদেরকে ইনস্ট্রুমেন্ট (উপকরণ) হিসেবে ব্যবহার করছিলেন, তাদের মধ্যে বিচারপতি শামসুদ্দিন মানিক ছিলেন অন্যতম। বিচারপতি নিয়োগ করে সরকার তাকে নিজেদের ইচ্ছা পূরণের দায়িত্ব দিয়েছিলেন। উচ্চ আদালতকে আওয়ামীকরণের অশুভ পরিকল্পনা নিয়ে তিনি বিচারপতি হিসেবে কাজ করে গেছেন’।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- বিএনপির যুববিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা শিরিন সুলতানা, জাতীয়তাবাদী তাঁতী দলের সহ-সভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর আলম মিন্টু, কৃষক দলের যুগ্ম সম্পাদক শাহজাহান মিয়া সম্রাট প্রমুখ।
২০ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে