শনিবার, ০৯ নভেম্বর, ২০২৪, ০৯:৪২:০৪

দাম আরও কমে ব্রয়লার মুরগির কেজি কত হলো জানেন?

দাম আরও কমে ব্রয়লার মুরগির কেজি কত হলো জানেন?

এমটিনিউজ২৪ ডেস্ক : দেশের বাজারে শীতকালীন সবজি আসতে শুরু করেছে। এতে কিছুটা কমতির দিকে কিছু সবজির দাম। তবে বেগুন, করোলা, শিম, বরবটি, কাঁকরোল, টমেটো, গাজর ১০০ টাকা কেজি বা তার চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে। আর আলু বিক্রি হচ্ছে বছরের সর্বোচ্চ দামে।

পুরান আলু এলাকাভেদে ৭০ থেকে ৭৫ টাকা কেজি। আর নতুন আলু ১২০ টাকা কেজি।

 গতকাল শুক্রবার রাজধানীর কয়েকটি বাজারে খোঁজ নিয়ে দেখা গেছে, গাজর বিক্রি হচ্ছে ১৮০ টাকা কেজিতে। আর টমেটো ১৫০ থেকে ১৬০ টাকা, কাঁকরোল, শিম, বরবটি, করলা ও গোল বেগুন ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

এ ছাড়া কচুরমুখী প্রতি কেজি ৭০ টাকা, পটোল ৫০ থেকে ৬০ টাকা, ঢেঁড়স ৭০ টাকা, পেঁপে ৩০ থেকে ৪০ টাকা, ধুন্দল ৮০ টাকা, চিচিঙ্গা ৭০ টাকা, কচুর লতি ৮০ টাকা, শসা ৬০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। দেশি পেঁয়াজ ১৬০ টাকা, আমদানি করা পেঁয়াজ ১২০ টাকা, নতুন আদা ১২০ টাকা, পুরান আদা ২৮০ টাকা, রসুন ২৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এ ছাড়া শীতকালীন সবজির মধ্যে ফুলকপি ৩০ থেকে ৫০ টাকা পিস, বাঁধাকপি ছোট আকারের ৪০ টাকা পিস, মুলা কেজি ৬০ টাকায় বিক্রি হচ্ছে। লেবু বাজারভেদে প্রতি হালি ২০ থেকে ৪০ টাকা, কাঁচাকলা ৫০ টাকা হালি, চালকুমড়া প্রতিটি ৫০ থেকে ৬০ টাকা, মিষ্টিকুমড়া ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

লালশাক ১৫ টাকা আঁটি, লাউশাক ৪০ টাকা, মুলাশাক ২০ টাকা, কলমিশাক ১৫ টাকা, পুঁইশাক ৪০ টাকা ও ডাঁটাশাক ৩০ টাকায় বিক্রি হচ্ছিল।

এদিকে গত সপ্তাহের তুলনায় ব্রয়লার মুরগির দাম কিছুটা কমে ১৭৫ থেকে ১৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সোনালি কক মুরগি বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজি। দেশি মুরগি ৫২০ টাকা, লেয়ার লাল মুরগি ৩০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। লাল ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৫৫ টাকায়।

সবজির দাম নিয়ে বিক্রেতারা বলেন, এই সময় বেশির ভাগ সবজির মৌসুম শেষ হয়ে যায়, শীতের সবজি আসার অপেক্ষায় আছেন কৃষকরা। সে কারণে সবজির দাম একটু বেশি। আবার একেবারে নতুন কিছু সবজি উঠেছে, যেগুলোর দাম শুরুতে বেশি থাকে। তবে শীতের সবজি বাজারে চলে এলে দাম অনেক কমে যাবে। এখন বাজারে সবজির সরবরাহ কিছুটা কম, ফলে ধীরে কমছে দাম।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে