শনিবার, ০৯ নভেম্বর, ২০২৪, ১০:০৬:৪৯

আ.লীগ একটা মরা লাশ, তাদের নিয়ে টানাটানি করে লাভ নেই: নুরুল হক নুর

আ.লীগ একটা মরা লাশ, তাদের নিয়ে টানাটানি করে লাভ নেই: নুরুল হক নুর

এমটিনিউজ২৪ ডেস্ক : নেত্রকোনায় তারুণ্যের সমাবেশে গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের মৃত্যু হয়েছে। 

আওয়ামী লীগ এখন একটা মরা লাশ। মরা লাশ নিয়ে টানাটানি করে লাভ নেই। একই সাথে অন্যান্য দলের নেতৃবৃন্দদের আমরা বলতে চাই, আমরা সকলেই রক্ত দিয়েছি। এই রক্তের সাথে বেঈমানি করে আাওয়ামী লীগকে কেউ পুনবার্সনের চেষ্টা করবেন না। যারা এই ফ্যাসিস্ট অওয়ামী লীগের দোসরদেরকে পুনবার্সনের চেষ্টা করবে তাদের বিরুদ্ধে দলমত নির্বশেষে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।

শনিবার বিকালে শহরের ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে বৈষম্যহীন দেশ গঠনে গণঅধিকার পরিষদ (বিওপি’র) তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরও বলেন, আমাদের রাজনৈতিক মত-পথের ভিন্নতা আছে, পার্থক্য আছে। দেশ এবং জাতির প্রশ্নে আমাদের এক ও অভিন্ন শক্তি নিয়ে বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যেতে হবে।

সমাবেশে জিওপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুনের সভাপতিত্বে ভিপি নুর আরও বলেন, এই অন্তর্বর্তীকালীন সরকারকে নাজেহাল করার জন্য অস্থিতিশীল করার জন্য স্বৈরাচারের প্রধানমন্ত্রী দিল্লী বসে প্রায় সময় নাটক করে। তাদেরকে আগেই বলেছিলাম মানুষকে জুলুম অত্যাচার করবেন না। আপনাদের কিন্তু এই দেশে থাকতে হবে। তারা শুনেনি। আপনাদের নেত্রী জুতা পড়ার টাইম পায়নি। হেলিকপ্টারে করে পালিয়েছে। আপনাদের কথা ভাবেনি। আপনারা দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগ ছাড়েন। মানুষের কাছে ক্ষমা চান। নইলে আপনারাও পালানোর সুযোগ পাবেন না।

এসময় আরও বলেন, হাসিনা সরকার যেভাবে মানুষের উপর জুলুম করেছে মিথ্যা মামলা দিয়েছে। আপনারা কেউ এসব করবেন না। আপনারা সেই পথে হাঁটবেন না। সাংবাদিকরা সমাজের আয়না, তাদের উপর কোনো আঘাত হানবেন না। গণঅধিকার পরিষদের কেউ যদি এসব করে তাহলে আমাদেরকে জানাবেন, এমন কাউকে আমরা রাখব না।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন। এছাড়াও অন্যান্যের মধ্যে নির্বাহী সদস্য মুফতি ইলিয়াস হোসাইনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে