রবিবার, ১০ নভেম্বর, ২০২৪, ১২:১২:৫৭

রাজধানীর ১৩ স্থানে অনেক কম দামে ডিম বিক্রি আজ থেকেই

রাজধানীর ১৩ স্থানে অনেক কম দামে ডিম বিক্রি আজ থেকেই

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর দুই সিটি করপোরেশনের ১৩টি সাবস্টেশনে আজ রবিবার থেকে সুলভ মূল্যে ডিম বিক্রি শুরু হবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাতটি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনে ছয়টি স্থানে এ কার্যক্রম চলবে। এতে ভোক্তারা বাজারের চেয়ে অনেকটা কম মূল্যে ডিম কিনতে পারবেন।

গতকাল শনিবার রাজধানীর বিএফডিসিতে ‘বিগত সরকারের সৃষ্ট সিন্ডিকেট বাজার অস্থিরতার জন্য দায়ী’ শীর্ষক এক ছায়া সংসদে অংশ নিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান এসব কথা জানান।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তথ্যে জানা গেছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের তেজগাঁও বাজার, মিরপুর-১, মিরপুর-১০, মোহাম্মদপুর কৃষি মার্কেট, সাদেক খান কৃষি মার্কেট (মোহাম্মদপুর) ও উত্তরা-১০ (খামারপাড়া রোড) স্থানগুলোয় এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাপ্তান বাজার, নিউ মার্কেট, খিলগাঁও, জুরাইন, কোনাপাড়া সারুলিয়া, শনির আখড়া ও চিটাগাং রোডসহ ১৩টি কেন্দ্রে প্রতিদিন ২০ লাখ ডিম সরাসরি উৎপাদক থেকে এজেন্ট বা ডিলারের মাধ্যমে ভোক্তাদের জন্য সরবরাহ করা হবে। এর সার্বিক দায়িত্বে থাকবে দুই সিটি করপোরেশন।

আসন্ন রমজানে বাজার নিয়ন্ত্রণে থাকবে আশা প্রকাশ করে ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকার এর মধ্যে কিছু দ্রব্যের ওপর শুল্ক প্রত্যাহার করেছে।

ভোজ্য তেল, চিনি, ছোলা, ডাল, খেজুরসহ রোজায় অতি প্রয়োজনীয় দ্রব্যাদি আমদানিতে এলসি মার্জিন উঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। এতে রোজায় নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।

অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ‘সাধারণ মানুষ ভোট প্রদানের অধিকারের সঙ্গে সঙ্গে ভাতের অধিকারও নিশ্চিত করতে চায়। বিগত সরকার ভোট ও ভাত কোনোটারই অধিকার নিশ্চিত করতে পারেনি।

মানুষ না পেরেছে ভোট দিতে, না পেরেছে দ্রব্যমূল্যের জাঁতাকল থেকে বাঁচতে। তাই অন্তর্বর্তী সরকারের ওপর মানুষের অনেক আশা-ভরসার জায়গা তৈরি হয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে কিছু অতি প্রয়োজনীয় দ্রব্যের ওপর শুল্ক কমানোর সিদ্ধান্তে এনবিআরকে স্বাগত জানাই।

একই সঙ্গে আশা করি, আসন্ন রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে চিনি, গম, ভোজ্য তেলসহ পাঁচ থেকে ছয়টি পণ্যের ওপর সরকার এলসি মার্জিন উঠিয়ে নেওয়ার যে সিদ্ধান্ত নিচ্ছে, তা যেন দ্রুত বাস্তবায়ন হয়।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে