রবিবার, ১০ নভেম্বর, ২০২৪, ১২:৪০:১২

‘তোদের কালকের কথা মনে আছে? আপা দমনে ধূপ ধাপ! ধূপ ধাপ! ধূপ ধাপ’

‘তোদের কালকের কথা মনে আছে? আপা দমনে ধূপ ধাপ! ধূপ ধাপ! ধূপ ধাপ’

এমটিনিউজ২৪ ডেস্ক : আওয়ামী লীগ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবি তুলে আজ রবিবার (১০ নভেম্বর) বিকেলে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে। স্বৈরাচারের এই কর্মসূচি প্রতিহত করতে একই স্থানে গণজমায়েতের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সে জন্য ঢাকার কলেজগুলোর শিক্ষার্থীদের দাওয়াত দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

গতকাল শনিবার (৯ নভেম্বর) রাতে দেওয়া স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও সিটি কলেজের ছোট ভাইদের আগামীকাল গুলিস্তান জিরো পয়েন্টে দাওয়াত। আপা দমনের উপলক্ষ তোদের ছাড়া জমবে না।’

আরেকটি পোস্টে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সি আবদুর রউফ রাইফেলস কলেজের প্রতি আহ্বান জানান হাসনাত। সেখানে তিনি লেখেন, ‘বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সি আবদুর রউফ রাইফেলস কলেজ, তোদের কালকের কথা মনে আছে? আপা দমনে ধূপ ধাপ! ধূপ ধাপ! ধূপ ধাপ।’

আরেকটি পোস্টে হাসনাত আবদুল্লাহ লিখেছেন, ‌‘পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে রবিবার (১০ নভেম্বর) দুপুর ১২টায় রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে গণজমায়েত অনুষ্ঠিত হবে।

একই সঙ্গে দেশের সব জেলায়ও একই কর্মসূচি পালনের আহ্বান জানিয়ে তিনি লিখেন, ‌শুধু রাজধানী শহরেই নয়, সব জেলা পর্যায়ে এই থিমে কর্মসূচি আহ্বানের নির্দেশনা জানানো যাচ্ছে। এ ক্ষেত্রে দুটি বিষয় খেয়াল রাখতে হবে। যাতে করে কোনোভাবেই জনদুর্ভোগ ও কোনো ধরনের সহিংসতা না হয়। লীগের সন্ত্রাসীরা ছদ্মবেশে ভাঙচুর, অগ্নিসংযোগ করে ছাত্র-জনতার ওপর দোষ চাপাতে চাইবে। লীগের কাউকে পাওয়া গেলে পুলিশের হাতে তুলে দেবেন।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে